ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

বাউফলে বাল্বহে‌ডের সা‌থে ব্রী‌জের ধাক্কায় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধিঃ

পটুয়াখালী জেলার বাউফ‌ল উপজেলায় বালু ভ‌র্তি কা‌র্ডো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় ব্রিজের সা‌থে ধাক্কায় এক শ্রমি‌কের দেহ থে‌কে মাথা চি‌চ্ছিন্ন হ‌য়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।২৯.০৭.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে উপ‌জেলার ১নং কা‌ছিপাড়া ইউনি‌য়ের পাকঢাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘ‌টে। নিহত শ্রমি‌কের নাম শা‌কিব(২২)। শা‌কিব ১০নং কালাইয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।
স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌গে‌ছে, এক‌টি বাল্ক‌হেড ভ‌র্তি বালু নি‌য়ে কা‌ছিপাড়া ইউনিয়‌নের কারখানা থে‌কে দেওপাশা যা‌চ্ছি‌লেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রী‌জের নিচ দি‌য়ে অ‌তিক্রম কর‌ছি‌লেন শ্রমিকরা। এসময় সা‌কিব ওই বাক্ল‌হে‌ডের উপর বসা ছি‌লেন। ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ার অসাবধানতার কার‌ণে ব্রী‌জের সা‌থে বাল্ক‌হে‌ডের ধাক্কা লে‌গে ঘটনাস্থ‌লেই দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায় তার। এসময় মাথার অংশ‌টি কে‌টে গি‌য়ে খালে প‌রে যায় ব‌লে জা‌নি‌য়েছেন প্রত‌্যক্ষদর্শীরা। প‌রে স্থানীয়ারা পুলি‌শে খবর দি‌লে ঘটনা স্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে পু‌লিশ।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ছদ্মবেশে অভিযান, মিলেছে নানা অনিয়ম

বাউফলে বাল্বহে‌ডের সা‌থে ব্রী‌জের ধাক্কায় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন

প্রকাশিত : ০৬:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধিঃ

পটুয়াখালী জেলার বাউফ‌ল উপজেলায় বালু ভ‌র্তি কা‌র্ডো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় ব্রিজের সা‌থে ধাক্কায় এক শ্রমি‌কের দেহ থে‌কে মাথা চি‌চ্ছিন্ন হ‌য়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।২৯.০৭.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে উপ‌জেলার ১নং কা‌ছিপাড়া ইউনি‌য়ের পাকঢাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘ‌টে। নিহত শ্রমি‌কের নাম শা‌কিব(২২)। শা‌কিব ১০নং কালাইয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।
স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌গে‌ছে, এক‌টি বাল্ক‌হেড ভ‌র্তি বালু নি‌য়ে কা‌ছিপাড়া ইউনিয়‌নের কারখানা থে‌কে দেওপাশা যা‌চ্ছি‌লেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রী‌জের নিচ দি‌য়ে অ‌তিক্রম কর‌ছি‌লেন শ্রমিকরা। এসময় সা‌কিব ওই বাক্ল‌হে‌ডের উপর বসা ছি‌লেন। ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ার অসাবধানতার কার‌ণে ব্রী‌জের সা‌থে বাল্ক‌হে‌ডের ধাক্কা লে‌গে ঘটনাস্থ‌লেই দেহ থে‌কে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায় তার। এসময় মাথার অংশ‌টি কে‌টে গি‌য়ে খালে প‌রে যায় ব‌লে জা‌নি‌য়েছেন প্রত‌্যক্ষদর্শীরা। প‌রে স্থানীয়ারা পুলি‌শে খবর দি‌লে ঘটনা স্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে পু‌লিশ।