পটুয়াখালী প্রতিনিধি:
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে বিজয়র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র্যালীটি শুরু হয়। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “যারা অন্যায়, অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা কখনো টিকে থাকতে পারে না। এটি বিএনপির নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ পার পায়নি, পাবেও না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু এবং দলের অন্যতম নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।