ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ঢাবিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে— কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক পদধারী নেতা ও সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের একদফা দাবির বিরোধিতা করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করা ব্যক্তিকেও হল কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

এসব ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি ছাত্রদল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও হল কমিটি ঘোষণা এবং তাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি— এ দুটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার (৮ জুলাই) কমিটি ঘোষণার দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিষয়টি খতিয়ে দেখতে পদক্ষেপ গ্রহণ করে। সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কিছু নেতার বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দেন।

ইতোমধ্যে এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন— ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভুঁইয়া ইমন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাবিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

প্রকাশিত : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে— কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক পদধারী নেতা ও সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের একদফা দাবির বিরোধিতা করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করা ব্যক্তিকেও হল কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

এসব ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি ছাত্রদল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও হল কমিটি ঘোষণা এবং তাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি— এ দুটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার (৮ জুলাই) কমিটি ঘোষণার দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিষয়টি খতিয়ে দেখতে পদক্ষেপ গ্রহণ করে। সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কিছু নেতার বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দেন।

ইতোমধ্যে এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন— ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভুঁইয়া ইমন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।