ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ নিতে চাওয়া ৩৫৩ জনের বিষয়ে পুনরায় যাচাই শেষে পরিপূর্ণ প্রতিবেদন প্রণয়নে কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ডিএসসিসির সচিব শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব করা হয়েছে অঞ্চল-২ এর কর কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা, ডিএসসিসির (মার্কেট নির্মাণ সেলের) নির্বাহী প্রকৌশলী এবং অঞ্চল ২ এর উপ কর কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 























