ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার উপকূলীয় বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে আজ শনিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলাবাসিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ রাঙ্গাবালী উপজেলাবাসি।
এদিকে উন্নত চিকিৎসা সেবা নিতে সকাল থেকে দুর দুরান্ত থেকে নারী-পুরুষ-শিশু চিকিৎসা সেবা পেতে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়। সেকবা প্রার্থীরা সাড়িবদ্ধ ভাবে লাইন ধরে দাড়িয়ে চিকিৎসাকদের কাছ থেকে সেবা নিয়েছেন ।

এসময় নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। চিকিৎসকরাও সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা দিয়েছেন।
চিকিৎসা নিতে আসা উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর গ্রামের লাইজু বেগম (৪০) জানায়, দীর্ঘদিন ধরে তিনি পেটের পীড়ায় ভূগছেন। এখানকার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা শহরে গিয়ে ডাক্তার দেখাতে বলেছিল। এর জন্য অনেক টাকা প্রয়োজন তাই জেলা শহরে যাওয়া হয়নি তার। এখানে ডাক্তার দেখিয়েছেন। পেয়েছেন ওষুধ। তাই সে অনেক খুশি।
বাহেরচর গ্রামের লিটন মালী (৪৫) জানান, হাসপাতালবিহীন দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা সেবা দিতে আসা বাংলাদেশ নৌবাহিনীর সার্জন লেঃ কমান্ডার মো, নজরুল ইসলাম জানায়, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃত্যু

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত : ০৫:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার উপকূলীয় বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে আজ শনিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলাবাসিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ রাঙ্গাবালী উপজেলাবাসি।
এদিকে উন্নত চিকিৎসা সেবা নিতে সকাল থেকে দুর দুরান্ত থেকে নারী-পুরুষ-শিশু চিকিৎসা সেবা পেতে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হয়। সেকবা প্রার্থীরা সাড়িবদ্ধ ভাবে লাইন ধরে দাড়িয়ে চিকিৎসাকদের কাছ থেকে সেবা নিয়েছেন ।

এসময় নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। চিকিৎসকরাও সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা দিয়েছেন।
চিকিৎসা নিতে আসা উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর গ্রামের লাইজু বেগম (৪০) জানায়, দীর্ঘদিন ধরে তিনি পেটের পীড়ায় ভূগছেন। এখানকার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা শহরে গিয়ে ডাক্তার দেখাতে বলেছিল। এর জন্য অনেক টাকা প্রয়োজন তাই জেলা শহরে যাওয়া হয়নি তার। এখানে ডাক্তার দেখিয়েছেন। পেয়েছেন ওষুধ। তাই সে অনেক খুশি।
বাহেরচর গ্রামের লিটন মালী (৪৫) জানান, হাসপাতালবিহীন দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা সেবা দিতে আসা বাংলাদেশ নৌবাহিনীর সার্জন লেঃ কমান্ডার মো, নজরুল ইসলাম জানায়, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।