ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

পটুয়াখালীতে অবৈধ ট্রলবোট সরঞ্জাম অপসারণ সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় মতবিনিময় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” শ্লোগানে পটুয়াখালীতে অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের যৌথ উদ্যোগে এ সভার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।


মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
বক্তারা সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যাবহার ও ট্রলবোট অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা জেলেদের আইন মেনে মাছ আহরণে উৎসাহিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানায়।

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃত্যু

পটুয়াখালীতে অবৈধ ট্রলবোট সরঞ্জাম অপসারণ সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় মতবিনিময় সভা

প্রকাশিত : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” শ্লোগানে পটুয়াখালীতে অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের যৌথ উদ্যোগে এ সভার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।


মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
বক্তারা সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যাবহার ও ট্রলবোট অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা জেলেদের আইন মেনে মাছ আহরণে উৎসাহিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানায়।