ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

কেন্দ্রীয় ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে বিএনপি জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। অতিথি ছিলেন টিম সদস্য ও দলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক এবিএম মুকুল, টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম এবং টিম সদস্য ও সাবেক জাসাস নেতা আঃ কাইয়ুম মৃধা।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি তার বক্তব্যে বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে পটুয়াখালী জেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।”
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “আমাদের সাংগঠনিক শক্তিকে গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা আন্দোলন ও সংগঠনকে আরও গতিশীল করবো।”

অনুষ্ঠানে বক্তারা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃত্যু

পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

প্রকাশিত : ০৫:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

কেন্দ্রীয় ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে বিএনপি জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। অতিথি ছিলেন টিম সদস্য ও দলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক এবিএম মুকুল, টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম এবং টিম সদস্য ও সাবেক জাসাস নেতা আঃ কাইয়ুম মৃধা।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি তার বক্তব্যে বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে পটুয়াখালী জেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।”
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “আমাদের সাংগঠনিক শক্তিকে গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা আন্দোলন ও সংগঠনকে আরও গতিশীল করবো।”

অনুষ্ঠানে বক্তারা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।