ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ভিজিএফের চাল আত্মসাৎ: খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের মামলায় খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে এক হাজার ভিজিএফ কার্ডধারীর জন্য ১৫ কেজি করে মোট ১৫ হাজার কেজি চাল বরাদ্দ হয়। কিন্তু তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলম ১৮৮ জনকে ১০ কেজি করে চাল দেন। এতে ২ হাজার ৮২০ কেজি চাল বিতরণের পরও ১২ হাজার ১৮০ কেজি চাল অবশিষ্ট থাকার কথা থাকলেও মজুদে পাওয়া যায় ৬ হাজার ৯০৪ কেজি। বাকি ৫ হাজার ২৭৬ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার পর ইউপি সচিব মুজিবুর রহমান ভুঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রিয়াজ উদ্দিন আদালতে খোরশেদ আলমকে আসামি করে অভিযোগপত্র দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, জামিনে থাকা আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

ইরান ‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো

ভিজিএফের চাল আত্মসাৎ: খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের মামলায় খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে এক হাজার ভিজিএফ কার্ডধারীর জন্য ১৫ কেজি করে মোট ১৫ হাজার কেজি চাল বরাদ্দ হয়। কিন্তু তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলম ১৮৮ জনকে ১০ কেজি করে চাল দেন। এতে ২ হাজার ৮২০ কেজি চাল বিতরণের পরও ১২ হাজার ১৮০ কেজি চাল অবশিষ্ট থাকার কথা থাকলেও মজুদে পাওয়া যায় ৬ হাজার ৯০৪ কেজি। বাকি ৫ হাজার ২৭৬ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার পর ইউপি সচিব মুজিবুর রহমান ভুঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রিয়াজ উদ্দিন আদালতে খোরশেদ আলমকে আসামি করে অভিযোগপত্র দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, জামিনে থাকা আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।