পটুয়াখালী প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, ডেইলী স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় এই মানববন্ধনে।