গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতা। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে সংগঠনটির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
তার আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।
সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থি’দের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। বাংলার জমিন থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন চারজন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেস্ক রিপোর্ট 



























