পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পটুয়াখালী শাখার পরিচালনা কমিটির এক সভা আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা অঅইনজীবী সমিতি ভবনরে দোতলায় ব্লাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন। ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক সভায় জানান, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ব্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সংগঠনে ১৪৭ টি আবেদন জমা পড়েছে এবং এর মধ্যে ৩৯ টি সালিস ও ১৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সালিশ প্রক্রিয়ার মাধ্যমে ১২ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়েছে এবং সদর উপজেলার লাউকাঠী, জৈনকাঠী ও ইটবাড়িয়া ইউনিয়নের সাড়ে ৭ হাজার পরিবার পরিদর্শন করে আইনগত বিষয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে চেতনতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, ব্লাস্ট দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সহায়তা, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছে। নারী অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে এই সংগঠনটি বিশেষভাবে সক্রিয়।
সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্লাস্টের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।

ডেস্ক রিপোর্ট 























