ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বিদেশি চিকিৎসকের সেবা বন্ধের নির্দেশ বিএমডিসির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

বৈধ নিবন্ধন ছাড়াই বিদেশি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

শনিবার (১৬ আগস্ট) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে আয়োজকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

জানা গেছে, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠান প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টার-এর একজন চিকিৎসকের সেবা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিএমডিসির নজরে আসে, সংশ্লিষ্ট চিকিৎসক বাংলাদেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সাময়িক নিবন্ধন গ্রহণ করেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে বুকিং বাতিলের নির্দেশ দিয়েছে বিএমডিসি।

বিজ্ঞপ্তিতে বিএমডিসি জানায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী, চিকিৎসা কার্যক্রম পরিচালনার পূর্বে বিদেশি চিকিৎসকদের সাময়িক নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। অথচ সংশ্লিষ্ট চিকিৎসক এ নিয়ম অনুসরণ না করে প্রচারণা চালাচ্ছেন, যা বেআইনি কার্যক্রম হিসেবে গণ্য হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে স্থানীয় আয়োজকদের নাম বা পরিচয় উল্লেখ না থাকাকে আরও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্বাস্থ্য নিরাপত্তার প্রশ্নে এটি একটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে- সংশ্লিষ্ট চিকিৎসকের সব বুকিং বাতিল করতে হবে এবং তাকে দিয়ে কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য রোধে টিকটকের বিশেষ উদ্যোগ, অ্যাপেই মিলবে নির্বাচনের সব তথ্য

বিদেশি চিকিৎসকের সেবা বন্ধের নির্দেশ বিএমডিসির

প্রকাশিত : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বৈধ নিবন্ধন ছাড়াই বিদেশি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

শনিবার (১৬ আগস্ট) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে আয়োজকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

জানা গেছে, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠান প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টার-এর একজন চিকিৎসকের সেবা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিএমডিসির নজরে আসে, সংশ্লিষ্ট চিকিৎসক বাংলাদেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সাময়িক নিবন্ধন গ্রহণ করেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে বুকিং বাতিলের নির্দেশ দিয়েছে বিএমডিসি।

বিজ্ঞপ্তিতে বিএমডিসি জানায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী, চিকিৎসা কার্যক্রম পরিচালনার পূর্বে বিদেশি চিকিৎসকদের সাময়িক নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। অথচ সংশ্লিষ্ট চিকিৎসক এ নিয়ম অনুসরণ না করে প্রচারণা চালাচ্ছেন, যা বেআইনি কার্যক্রম হিসেবে গণ্য হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে স্থানীয় আয়োজকদের নাম বা পরিচয় উল্লেখ না থাকাকে আরও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্বাস্থ্য নিরাপত্তার প্রশ্নে এটি একটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে- সংশ্লিষ্ট চিকিৎসকের সব বুকিং বাতিল করতে হবে এবং তাকে দিয়ে কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।