ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী-উল-সহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মেহেদী-উল-সহিদ।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, মেহেদী-উল-সহিদ আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্ণ থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশ ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিটিআরসির আগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে প্রেষণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রধান উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে। একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বামনায় ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের নির্বাচনী মিছিল

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী-উল-সহিদ

প্রকাশিত : ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মেহেদী-উল-সহিদ।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, মেহেদী-উল-সহিদ আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্ণ থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশ ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিটিআরসির আগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে প্রেষণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রধান উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে। একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।