চাঁপাইনবাবগঞ্জের আলীনগর থেকে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম।
আটককৃতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।
পুলিশ সূত্র থেকে জানা যায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়ে গত ২৬ জুন নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়েছে। এ ছাড়া তারা মনে করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা আবার ভারতে প্রবেশ করতে পারবেন। কিন্তু সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। তার আগেই তাদের আটক করতে সক্ষম হই আমরা। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।