ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

আমদানি-রপ্তানি বাড়াতে সহযোগিতার আশ্বাস পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি এ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বন্দরের পরিচালনা পর্ষদ, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশি বিনিয়োগ, অটোমেশন ও সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসব বিষয়ে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি বাড়াতে, সরাসরি জাহাজ চলাচল শুরু করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে পাকিস্তান আগ্রহী।

আমদানি-রপ্তানি বাড়াতে সহযোগিতার আশ্বাস পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি এ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বন্দরের পরিচালনা পর্ষদ, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশি বিনিয়োগ, অটোমেশন ও সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসব বিষয়ে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি বাড়াতে, সরাসরি জাহাজ চলাচল শুরু করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে পাকিস্তান আগ্রহী।