ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ডিএনসিসি ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট × ৮ ফুট) এবং সংস্কার করা ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট) উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

স্থায়ী পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরের সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের চাহিদার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক এসময় জানান, যেকোনো ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে।

যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতা ও তাদের শুভাকাঙ্ক্ষীসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ ডিএনসিসির কর্মকর্তারা।

ডিএনসিসি ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল

প্রকাশিত : ০২:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট × ৮ ফুট) এবং সংস্কার করা ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট) উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

স্থায়ী পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরের সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের চাহিদার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক এসময় জানান, যেকোনো ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে।

যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতা ও তাদের শুভাকাঙ্ক্ষীসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ ডিএনসিসির কর্মকর্তারা।