পটুয়াখালী প্রতিনিধি:
‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপন করা হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বেরে একটি র্যালী বের করা হয়। এতে ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন। পরে হাসপাতালের সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয় তারা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শংকর প্রশাদ অধিকারী। এসময় বক্তব্য রাখেন ডাক্তার শরীফ শায়লা ইসলাম, ডাক্তার ববি মালাকার প্রমুখ।

বক্তারা নবজাতকের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই, বিকল্প নেই শিশুর পরিপূর্ণ বিকাশেও। মায়ের দুধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সচেতনতামূলক অলোচনা করেন।

ডেস্ক রিপোর্ট 























