ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাকে জীবনমুখী ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং ও ইভালুয়েশন সেলের কার্যক্রম শুরু করেছে। মুন্সিগঞ্জ জেলাকে কেন্দ্র করে সোমবার (২৫ আগস্ট) প্রথম সভার মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এ উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়াই এ সেলের প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ, জেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তাসহ সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো নয়, বরং তাদের শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং দেশপ্রেম, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। একইসঙ্গে কলেজের জনবল ও অবকাঠামো মূল্যায়ন করে শিক্ষকদের নিয়মিত পাঠদানও নিশ্চিত করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি জানান, প্রতিটি জেলায় একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং ও ইভাল্যুয়েশন সেল গঠন করা হবে। এতে তিনজন অধ্যক্ষ (যার একজন নারী), জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা কর্মকর্তা, বার কাউন্সিল ও প্রেস ক্লাব সভাপতি, এফবিসিসিআই প্রতিনিধি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে

প্রকাশিত : ০৯:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাকে জীবনমুখী ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং ও ইভালুয়েশন সেলের কার্যক্রম শুরু করেছে। মুন্সিগঞ্জ জেলাকে কেন্দ্র করে সোমবার (২৫ আগস্ট) প্রথম সভার মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এ উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়াই এ সেলের প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ, জেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তাসহ সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো নয়, বরং তাদের শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং দেশপ্রেম, নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। একইসঙ্গে কলেজের জনবল ও অবকাঠামো মূল্যায়ন করে শিক্ষকদের নিয়মিত পাঠদানও নিশ্চিত করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি জানান, প্রতিটি জেলায় একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং ও ইভাল্যুয়েশন সেল গঠন করা হবে। এতে তিনজন অধ্যক্ষ (যার একজন নারী), জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা কর্মকর্তা, বার কাউন্সিল ও প্রেস ক্লাব সভাপতি, এফবিসিসিআই প্রতিনিধি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার।