ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সাভার, সোনারগাঁও ও কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, সাভারের আশুলিয়া আওতাধীন বেক্সিমকোর গলিতে পরিচালিত অভিযানে ৪০ ফুট অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে মাসিক ৪৩ হাজার ২০০ টাকার গ্যাস চুরি ঠেকানো সম্ভব হয়েছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁওয়ের পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকার ৩টি স্পটে পরিচালিত অভিযানে একটি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) ও আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২১০ ফুট এমএস লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় পরিচালিত অভিযানে ২টি অবৈধ ওয়াশিং কারখানা ও ১টি আবাসিকে অবৈধভাবে ৬টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

প্রকাশিত : ০৭:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সাভার, সোনারগাঁও ও কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, সাভারের আশুলিয়া আওতাধীন বেক্সিমকোর গলিতে পরিচালিত অভিযানে ৪০ ফুট অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে মাসিক ৪৩ হাজার ২০০ টাকার গ্যাস চুরি ঠেকানো সম্ভব হয়েছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁওয়ের পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকার ৩টি স্পটে পরিচালিত অভিযানে একটি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) ও আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২১০ ফুট এমএস লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় পরিচালিত অভিযানে ২টি অবৈধ ওয়াশিং কারখানা ও ১টি আবাসিকে অবৈধভাবে ৬টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়েছে।