ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সিলেটে বালু-পাথর উত্তোলন নিয়ে জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি  বলেন, সিলেটের প্রকৃতি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন। যেহেতু এর ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের আদেশ অমান্য করে যদি কেউ অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া আজ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাথর মজুদ করার দায়ে একজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

সিলেটে বালু-পাথর উত্তোলন নিয়ে জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি  বলেন, সিলেটের প্রকৃতি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন। যেহেতু এর ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের আদেশ অমান্য করে যদি কেউ অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া আজ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাথর মজুদ করার দায়ে একজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।