ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

রংপুরে নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

রংপুরে নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় এক দম্পতিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রংপুর মহানগরীর হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার মাহমুদুর রহমানের (মৃত) ছেলে বুলবুল ইসলাম (২৮) এবং তার স্ত্রী রওজা বেগম (২৩)।

মহানগর দায়রা জজ আদালতের কোর্ট পারিদর্শক শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি বিপুল পরিমাণ নকল বিড়ির ব্যান্ডরোলসহ বুলবুল ইসলাম ও রওজা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর হারাগাছ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও বিচার শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী উভয়ে আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। বিচারক তাদের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

রংপুরে নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধার

প্রকাশিত : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

রংপুরে নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় এক দম্পতিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রংপুর মহানগরীর হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার মাহমুদুর রহমানের (মৃত) ছেলে বুলবুল ইসলাম (২৮) এবং তার স্ত্রী রওজা বেগম (২৩)।

মহানগর দায়রা জজ আদালতের কোর্ট পারিদর্শক শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ জানুয়ারি বিপুল পরিমাণ নকল বিড়ির ব্যান্ডরোলসহ বুলবুল ইসলাম ও রওজা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর হারাগাছ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও বিচার শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী উভয়ে আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। বিচারক তাদের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।