দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামে একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ হামলায় এক সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় দুটি মাইক্রোবাস ও পাঁচজন সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা থেকে পার্কের আনোয়ার হোসেন জীবন চৌধুরীর সমর্থকেরা পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ করছিলেন। বিকেল ৩টার দিকে শতাধিক তৌহিদি জনতা ঘটনাস্থলে এসে জীবন চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কিছু দুর্বৃত্ত পার্কে প্রবেশ করে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ১৭ আগস্ট একই পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়াও পার্কের মালিক আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তৌহিদী জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, জীবন চৌধুরীর লেলিয়ে দেওয়া লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 























