‘জুলাই চেতনায় যুক্তির বিপ্লব’ স্লোগানে নওগাঁয় দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে সেমিফাইনাল পর্বের বিতর্কের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
ডিবেট ক্লাব অব নওগাঁর আয়োজনে আয়োজিত বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট।
এর আগে, ২২ আগস্ট অনলাইনের মাধ্যমে প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বি-কক্ষ বিশিষ্ট ছায়া সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে, রাজশাহী প্রোকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এতে বিজয়ী হন রাজশাহী প্রোকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতর্ক দল এবং রানারআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক দল।
আয়োজকরা জানান, জুলাই স্মরণে আয়োজিত এ বিতর্ক উৎসবে সারা দেশের ৫৬টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে স্কুল ও কলেজের ২৮টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল অংশ নেয়। দিনব্যাপী এ উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, বাংলা বক্তৃতা, ইংরেজি পাবলিক স্পিকিং এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁর শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে ডিবেট ক্লাব অব নওগাঁর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্লা। এ সময় অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আলাউদ্দিন, বিএসটিআইয়ের উপপরিচালক এস এম আশিকুজ্জামান, নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ক্লাব অব নওগাঁর সভাপতি তানজিম বিন বারী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডিসিএন’র সাধারণ সম্পাদক আরমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্লা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৈষম্যহীন, মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।
ডিবেট ক্লাব অব নওগাঁর সভাপতি তানজিম বিন বারী বলেন, ডিবেট ক্লাব অব নওগাঁ যুক্তিবাদী মানুষ তৈরির জন্য কাজ করে। জুলাই বিপ্লবে অনেকে যুক্তির মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিপক্ষে কথা বলেছে। সারা দেশে যুক্তির বিপ্লব ছড়িয়ে দিতেই জুলাইয়ে স্মরণে এই আয়োজন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মঞ্চে মনোজ্ঞ কাওয়ালী পরিবেশন করে ‘সপ্তক’ কাওয়ালী ব্যান্ড।

ডেস্ক রিপোর্ট 























