পটুয়াখালী প্রতিনিধিঃ
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও ১০ দফা দাবি আদায়ে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) বেলা বারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন হোমিওপ্যাথি চিকিৎসকরা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্যে , পটুয়াখালী হোমিওপ্যাথিক চিকিৎসক ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধাক্ষ্য ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা এ অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও দেশের জনগণের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত। এছাড়া ২০২৩ সালের হোমিওপ্যাথিক চিকিৎসক আইন অনুযায়ী হোমিও চিকিৎসকরা ডাঃ উপাধি ব্যবহারের বৈধতা রাখেন। কিন্তুু বিএমডিসি এবিষয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে যা পেশাজীবি চিকিৎসকদের মর্যাদা ক্ষুন্ন করে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী হোমিওপ্যাথিক চিকিৎসক ও হাসপাতালের, প্রভাষক নুরুজ্জামান, জান্নাতুল ফেরদৌসী কাজল, ফাতেমা আক্তার রুমাসহ অনিতা রানী দাস।

ডেস্ক রিপোর্ট 























