ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

৮২ বস্তা সরকারি চালসহ আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৮২ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার আফজালের ছেলে বাউল সুজন (৩৫) এবং মৃত আশরাফ আলীর ছেলে মুকুল মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া এলাকার আব্দুল মান্নান ও আমেজ মিয়ার বাড়িতে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত এবং সিলবিহীন সরকারি চালের বস্তার সন্ধান পায় স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আকারের ৮২ বস্তা চাল উদ্ধার করে।

এ সময় মুকুল ও সুজন ওই চালের বস্তাগুলো ছাড়িয়ে নিতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তাগুলোর ওজন আনুমানিক ৩ হাজার ২০০ কেজি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৮২ বস্তা সরকারি চালসহ আটক ২

প্রকাশিত : ০৬:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৮২ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার আফজালের ছেলে বাউল সুজন (৩৫) এবং মৃত আশরাফ আলীর ছেলে মুকুল মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া এলাকার আব্দুল মান্নান ও আমেজ মিয়ার বাড়িতে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত এবং সিলবিহীন সরকারি চালের বস্তার সন্ধান পায় স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আকারের ৮২ বস্তা চাল উদ্ধার করে।

এ সময় মুকুল ও সুজন ওই চালের বস্তাগুলো ছাড়িয়ে নিতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তাগুলোর ওজন আনুমানিক ৩ হাজার ২০০ কেজি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।