পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে পৃথক অভিযানে মোট ৬ কেজি গাজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে জেলার ডিবি (গোয়েন্দা) পুলিশ। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সদর উপজেলার বদরপুর ইউনিয়সে ও মাদারবুনিয়া ইউনিয়নে এই পৃথক অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, সদর থানার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে কুখ্যাত দুই নারী মাদক কারবারিকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। আটককৃতরা হলেন, জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদারের মেয়ে তানিয়া বেগম (৩৫) ও রফিক হাওলাদারের মেয়ে মোসাম্মাৎ তানজিলা (২৫)।

অপরদিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়ায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী শাহ আলম সরদার( ৫২)কে ৩ কেজি গাজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
ডিবি পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে এই অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক কৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























