বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্টাফ কলেজের উদ্যোগে শনিবার বিভাগীয় শহর খুলনা ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ (এএমএল-সিএফটি) বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে (বিএএমএলসিও) কনফারেন্স হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। তিনি তার বক্তব্যে ব্যাংকিং খাতের উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে ‘এএমএল-সিএফটি’ কমপ্লায়েন্সের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ বিষয়ে তিনি গ্রাহক সেবার মানোন্নয়ন, লেনদেন পর্যবেক্ষণ এবং এএমএল-সিএফটি সম্পর্কিত জ্ঞানকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান এবং ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) আবু সাঈদ মো. রওশানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ডিসিএএমএলসিও), খুলনা বিভাগের সকল বিএএমএলসিও, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























