বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে হয়রানি, দমন নিপীড়ন, দুর্নীতি বন্ধ এবং অন্যায়ভাবে শাস্তিমূলক ব্যবস্থার অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) দেশজুড়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা বলেন, দেশের ১৪ কোটি মানুষের ঘরে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে তারাই মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে নিম্নমানের যন্ত্রাংশ ও মালামাল কেনা, গ্রাহকবান্ধব নীতিমালার অভাব এবং কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া অদক্ষ ব্যবস্থাপনার ফলে মাঠপর্যায়ে সেবা ব্যাহত হচ্ছে।
তারা আরো বলেন, এই অবস্থান কর্মসূচি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত।

ডেস্ক রিপোর্ট 























