ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার ও প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ পুরো প্রশাসনের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘আমাদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘কল পেলে খুশি, ম্যাঙ্গবার ভিসি’,‘হৃদয় তরুয়ার রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, জুলাই পরবর্তী প্রশাসন শিক্ষার্থীদের তেমন কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আবাসন নিশ্চত করতে পারেনি, নিরাপদ খাবার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমরা এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগের দাবিতে এখানে অবস্থান নিয়েছি। এ প্রশাসনের অব্যাহতি না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বিসিবি বিশ্বকাপ ইস্যুতে এখন কী করবে?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

প্রকাশিত : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার ও প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ পুরো প্রশাসনের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘আমাদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘কল পেলে খুশি, ম্যাঙ্গবার ভিসি’,‘হৃদয় তরুয়ার রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, জুলাই পরবর্তী প্রশাসন শিক্ষার্থীদের তেমন কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আবাসন নিশ্চত করতে পারেনি, নিরাপদ খাবার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমরা এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগের দাবিতে এখানে অবস্থান নিয়েছি। এ প্রশাসনের অব্যাহতি না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন।