কাজের স্বচ্ছতা নিশ্চিতে সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা ওয়াসা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।
সচিব মশিউর রহমান খান জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এ ব্যবস্থা কার্যকর হবে।অফিস আদেশ বলা হয়েছে, অটোমেশনের মাধ্যমে কাজের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গতিশীল করার জন্য এমআইএস রিপোর্ট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য এখন থেকে এমআইএস রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে।
এমআইএস রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে এমআইএস অ্যান্ড বিলিং ডিপার্টমেন্টে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























