ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

দাবি না মানলে গণছুটির ঘোষণা পল্লী বিদ্যুৎকর্মীদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে চার দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে শান্তিপূর্ণভাবে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, কর্মসূচি পালিত হলেও কোনো ধরনের সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, বরং পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির দুইজনকে চাকরিচ্যুত এবং তিনজনকে বরখাস্ত করেছে। যার পরিপ্রেক্ষিতে পূর্বঘোষণা অনুযায়ী নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সব সহকর্মী বর্তমানে গণছুটিতে আছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বার্তায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, গত ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে বরখাস্ত, সংযুক্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

তারা জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে ৩৬ জন চাকরিচ্যুত, রাষ্ট্রদ্রোহী মিথ্যা মামলায় কারাবন্দি, শতাধিক বরখাস্ত ও সংযুক্ত, সাড়ে ছয় হাজার কর্মকর্তা-কর্মচারীকে গণবদলি করে হয়রানি করা হয়েছে। আমরা বারবার বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য অনুরোধ করেছি।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্য দাবি পূরণ না হলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী আগামী ৭ সেপ্টেম্বর থেকে একযোগে স্টেশন ত্যাগ করে গণছুটিতে যাবে।

জনপ্রিয় সংবাদ

দাবি না মানলে গণছুটির ঘোষণা পল্লী বিদ্যুৎকর্মীদের

প্রকাশিত : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে চার দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে শান্তিপূর্ণভাবে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, কর্মসূচি পালিত হলেও কোনো ধরনের সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, বরং পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির দুইজনকে চাকরিচ্যুত এবং তিনজনকে বরখাস্ত করেছে। যার পরিপ্রেক্ষিতে পূর্বঘোষণা অনুযায়ী নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সব সহকর্মী বর্তমানে গণছুটিতে আছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বার্তায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, গত ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে বরখাস্ত, সংযুক্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

তারা জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে ৩৬ জন চাকরিচ্যুত, রাষ্ট্রদ্রোহী মিথ্যা মামলায় কারাবন্দি, শতাধিক বরখাস্ত ও সংযুক্ত, সাড়ে ছয় হাজার কর্মকর্তা-কর্মচারীকে গণবদলি করে হয়রানি করা হয়েছে। আমরা বারবার বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য অনুরোধ করেছি।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্য দাবি পূরণ না হলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী আগামী ৭ সেপ্টেম্বর থেকে একযোগে স্টেশন ত্যাগ করে গণছুটিতে যাবে।