পটুয়াখালী প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ ও বজ্রাঘাতসহ প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে পটুয়াখালী সদর উপজেলার ১৪ ইউনিয়নে তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন’ এর উদ্যোগে স্থানীয় ‘তারুণ্যের আউলিয়াপুর’ সংগঠনের সহায়তায়
রোববার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাংবাদিক সোহরাব হোসেন। এসময় সংগঠনের সদস্য, স্থানীয় যুবক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে এই কর্মসুচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০০টি করে তালের বীজ ও চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে মিলনপট্টি, পচাকোড়ালিয়া, বড় আউলিয়াপুর, ছোট আউলিয়াপুরসহ বিভিন্ন গ্রামের রাস্তার দুই পাশে তালের বীজ বপন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটি।

‘তারুণ্যের আউলিয়াপুর’-এর উপদেষ্টা মো. রাকিব বলেন, তালগাছ বজ্রাঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। মাটির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবনে বহুমুখী ব্যবহার রয়েছে এই গাছের।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, পরিত্যক্ত তালের বীজ কেউ ঘরের আঙিনায় রোপণ করতে পারেন অথবা আমাদের হাতে তুলে দিতে পারেন। আমরা সেগুলো উপযুক্ত জায়গায় রোপণ করব। প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালানো হবে।
প্রধান অতিথি সাংবাদিক সোহরাব হোসেন বলেন, উপকূলীয় এলাকায় বজ্রপাতের ঝুঁকি দিন দিন বাড়ছে। তালগাছ রোপণের মাধ্যমে এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ডেস্ক রিপোর্ট 























