ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন এবং বাণিজ্য ইস্যু গুরুত্ব পাবে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, মঙ্গলবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুতে জোর দেওয়ার কথা রয়েছে। অন‌্যদি‌কে, ইইউ অনিয়মিত অভিবাসন ইস্যুতে গুরুত্ব দি‌তে পা‌রে।

নির্ভর‌যোগ‌্য এক‌টি সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, অভিবাসন ও বাণিজ্য ইস্যুতে নিয়মিত সংলাপে অংশ নিতে ইইউ কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছেন।

সরকারের একজন কর্মকর্তা জানান, ইইউভুক্ত দেশগুলোতে অনিয়মিত অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয়পক্ষ আলোচনা করবে। সংলাপে ইইউ প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে অভিবাসন নিয়ে গঠনমূলক আলোচনা করা। যার লক্ষ্য হলো— উভয়পক্ষের জন্য উপকারী একটি কাঠামো তৈরি করা, যা অনিয়মিত অভিবাসন রোধ করতে এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, ইইউ তাদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে চায় এবং অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে। অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রযেছে।

বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য

প্রকাশিত : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) ঢাকায় বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে অনিয়মিত অভিবাসন এবং বাণিজ্য ইস্যু গুরুত্ব পাবে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, মঙ্গলবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুতে জোর দেওয়ার কথা রয়েছে। অন‌্যদি‌কে, ইইউ অনিয়মিত অভিবাসন ইস্যুতে গুরুত্ব দি‌তে পা‌রে।

নির্ভর‌যোগ‌্য এক‌টি সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, অভিবাসন ও বাণিজ্য ইস্যুতে নিয়মিত সংলাপে অংশ নিতে ইইউ কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় এসেছেন।

সরকারের একজন কর্মকর্তা জানান, ইইউভুক্ত দেশগুলোতে অনিয়মিত অভিবাসন একটি বড় উদ্বেগের বিষয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উভয়পক্ষ আলোচনা করবে। সংলাপে ইইউ প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে অভিবাসন নিয়ে গঠনমূলক আলোচনা করা। যার লক্ষ্য হলো— উভয়পক্ষের জন্য উপকারী একটি কাঠামো তৈরি করা, যা অনিয়মিত অভিবাসন রোধ করতে এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, ইইউ তাদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করতে চায় এবং অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছে। অভিবাসনের পাশাপাশি বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রযেছে।