ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জের সড়ক বিভাজকের কারণে চরম ভোগান্তিতে স্থানীয়রা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাজকের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান চেয়ে স্থানীয়রা গোলচত্বর পুনঃস্থাপন ও সড়ক বিভাজক অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিকসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের শুরু থেকেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি গোলচত্বর ছিল। এই সড়ক দিয়ে জেলা সদরের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। কিন্তু প্রায় তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গোলচত্বরটি অপসারণ করে সেখানে সড়ক বিভাজক নির্মাণ করে। ফলে যান চলাচলে জটিলতা তৈরি হয়েছে এবং যাত্রীদের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

ব্যবসায়ীদের অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা কমে গেছে, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আগের মতো গোলচত্বর পুনঃস্থাপন এবং বিভাজক অপসারণ করে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।

বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার,
রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যক্ষ মো. ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক লিটন মিয়াসহ আরও অনেকে।

গোলাম আবেদীন কায়সার বলেন, সড়ক বিভাজকের কারণে বাসস্ট্যান্ড এলাকার আশপাশের ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।

জিন্নাহ খান বলেন, এই বিভাজকের কারণে জেলা শহর কার্যত বিভক্ত হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করতে পারছেন না বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক বিভাজক অপসারণ, গোলচত্বর পুনঃস্থাপন এবং এলাকাটিকে ঘিরে একটি ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা জেনেছি। জনগণের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

মানিকগঞ্জের সড়ক বিভাজকের কারণে চরম ভোগান্তিতে স্থানীয়রা

প্রকাশিত : ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাজকের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান চেয়ে স্থানীয়রা গোলচত্বর পুনঃস্থাপন ও সড়ক বিভাজক অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিকসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের শুরু থেকেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি গোলচত্বর ছিল। এই সড়ক দিয়ে জেলা সদরের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। কিন্তু প্রায় তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গোলচত্বরটি অপসারণ করে সেখানে সড়ক বিভাজক নির্মাণ করে। ফলে যান চলাচলে জটিলতা তৈরি হয়েছে এবং যাত্রীদের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

ব্যবসায়ীদের অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা কমে গেছে, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আগের মতো গোলচত্বর পুনঃস্থাপন এবং বিভাজক অপসারণ করে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।

বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার,
রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যক্ষ মো. ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক লিটন মিয়াসহ আরও অনেকে।

গোলাম আবেদীন কায়সার বলেন, সড়ক বিভাজকের কারণে বাসস্ট্যান্ড এলাকার আশপাশের ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।

জিন্নাহ খান বলেন, এই বিভাজকের কারণে জেলা শহর কার্যত বিভক্ত হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করতে পারছেন না বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক বিভাজক অপসারণ, গোলচত্বর পুনঃস্থাপন এবং এলাকাটিকে ঘিরে একটি ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা জেনেছি। জনগণের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।