ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জেলগেটে ফের আটক জেলা আ.লীগের সাবেক নেতা চন্দন পাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) উচ্চ আদালত থেকে সাতটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন চন্দন পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

সেসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে তিনি জামিনের আদেশ পান। সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালতের জামিনের আদেশ জেলা কারাগারে পৌঁছায়। এরপর তিনি মুক্তি পেয়ে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পুনরায় আটক হন।

ঘটনার সময় কারাগার গেটে অপেক্ষা করছিলেন তার ছোট ভাই মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহায়তা করেছি।

জেলগেটে ফের আটক জেলা আ.লীগের সাবেক নেতা চন্দন পাল

প্রকাশিত : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) উচ্চ আদালত থেকে সাতটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন চন্দন পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

সেসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে তিনি জামিনের আদেশ পান। সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালতের জামিনের আদেশ জেলা কারাগারে পৌঁছায়। এরপর তিনি মুক্তি পেয়ে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পুনরায় আটক হন।

ঘটনার সময় কারাগার গেটে অপেক্ষা করছিলেন তার ছোট ভাই মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে ডিবি পুলিশের পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহায়তা করেছি।