ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

৫০ দোকান উচ্ছেদ,দখলমুক্ত হলো পে-পার্কিং এলাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলীতে পে-পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০টিরও বেশি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক কর্মকর্তারা জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার গুলজার কনভেনশন গলি ও দাল্লা মেডিকেল গলির পে-পার্কিংয়ের নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। এতে যানবাহনের জন্য বরাদ্দ পার্কিং জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন না সাধারণ মানুষ।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। উচ্ছেদ অভিযানের পর দখলমুক্ত জায়গা পে-পার্কিংয়ের বরাদ্দগ্রহীতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

৫০ দোকান উচ্ছেদ,দখলমুক্ত হলো পে-পার্কিং এলাকা

প্রকাশিত : ০৬:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলীতে পে-পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০টিরও বেশি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক কর্মকর্তারা জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার গুলজার কনভেনশন গলি ও দাল্লা মেডিকেল গলির পে-পার্কিংয়ের নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। এতে যানবাহনের জন্য বরাদ্দ পার্কিং জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন না সাধারণ মানুষ।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। উচ্ছেদ অভিযানের পর দখলমুক্ত জায়গা পে-পার্কিংয়ের বরাদ্দগ্রহীতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।