নির্বাচনে তৃণমূলে ছোটখাটো নাশকতার চেষ্টা থাকে তা প্রতিহত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে দেশজুড়ে। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।
এসময় নাশকতা চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 























