রাজধানীর হাতিরঝিলের শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত তুষার চাঁদপুরের মতলব উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ওই মাদরাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিল।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ জানান, আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলের মাদরাসার ষষ্ঠ তলার টয়লেটে গ্রিলের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























