দুমকি প্রতিনিধিঃ
কেন্দ্র ঘোষিত পি,আর সহ পাঁচ দফা দাবির সমর্থনে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজার জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। উপজেলা শাখা আমির মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ সহ জামায়েতের শত শত নেতাকর্মী ও সমর্থক ।

ডেস্ক রিপোর্ট 























