পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী সেনানিবাসের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জমির মালিকরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিভানু বলেন, “সেনানিবাসের জন্য আমাদের সব জমি চলে গেছে। ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে বিরাজলা ও নন্দীপাড়া এলাকার প্রভাবশালী ব্যক্তি মোশাররফ হোসেন ওরফে দুলাল মাতবরের হয়রানির শিকার হচ্ছি। উল্টো তিনি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছেন।”
আরেক ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম বলেন, “যার যত জমি অধিগ্রহণ হয়েছে, সে অনুযায়ী জনপ্রতি ৫থেকে ১০লক্ষ টাকা উৎকোচ দাবি করে দুলাল মাতবর ভয়ভীতি দেখায়। একজন সত্তরোর্ধ বৃদ্ধ বর্তমানে জেলে আছেন। তাঁকে মুক্তি ও আমাদের ক্ষতিপূরণের টাকা দ্রুত দেওয়ার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুলাল মাতবর মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন,যদি কোন দালাল চক্র হয়রানি করে থাকে এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।