ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানেরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানেরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

কার্গো ভবনের আগুনে ডাচ বাংলা চেম্বার অব কমার্সের প্রতিক্রিয়া

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত : ০১:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানেরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানেরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।