মেহেরপুরে নগরবাউল জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর এ কনসার্ট হওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রচারণা ও টিকিট বিক্রি শুরু হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি না মেলায় কনসার্ট স্থগিত করা হয়েছে।
এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’ এ তথ্য নিশ্চিত করেছে।
সূর্য ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিম রানা বাধন জানান, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্ট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা প্রথমে প্রশাসনের মৌখিক সম্মতি ও অনুপ্রেরণার কারণে সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। প্রথমে মেহেরপুর জেলা স্টেডিয়ামে কনসার্ট হওয়ার কথা থাকলেও স্থান সংকুলানের কারণে আমরা পরে মেহেরপুর গোবীপুর হাইস্কুল মাঠে কনসার্ট করার প্রস্তুতি নিই। কিন্তু পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, কনসার্টের অনুমতি না পাওয়ায় প্রচার-প্রচারণা, টিকিট, ব্যানার খরচসহ আমরা ইতোমধ্যে ৭-৮ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ছাড়া জেমসের ম্যানেজারের কাছে আমরা অগ্রিম ৩ লাখ টাকা দিয়েছি, যা অফেরতযোগ্য।
নাসিম রানা বাধন জানান, মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করা হয়েছিল। টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর সংরক্ষণ করা আছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
কনসার্ট নিয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সূর্য ক্লাব কর্তৃপক্ষ থেকে জেমসের কনসার্টের অনুমোদনের চিঠি পেয়েছিলাম। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি।