ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

পটুয়াখালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী জেলার দুমকি ও বাউফল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস।

১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৬টায় পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং পূজায় আগত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পাদনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন,“শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে আমি খোঁজ নিচ্ছি, যাতে সবার মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণভাবে পূজা চলছে এবং সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এসময় তারা দুটি উপজেলার ২০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং দুমকি ও বাউফল উপজেলার সর্বজনীন শারদীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কার্গো ভবনের আগুনে ডাচ বাংলা চেম্বার অব কমার্সের প্রতিক্রিয়া

পটুয়াখালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি

প্রকাশিত : ০৮:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী জেলার দুমকি ও বাউফল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস।

১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৬টায় পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং পূজায় আগত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পাদনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন,“শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে আমি খোঁজ নিচ্ছি, যাতে সবার মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণভাবে পূজা চলছে এবং সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এসময় তারা দুটি উপজেলার ২০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং দুমকি ও বাউফল উপজেলার সর্বজনীন শারদীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।