গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি যে অস্থিরতা দেখা দিয়েছে, তার জন্য ভারত সম্পূর্ণভাবে দায়ী। তিনি অভিযোগ করেন, ভারত সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ দিয়ে বাংলাদেশের পার্বত্য এলাকা অশান্ত করার ষড়যন্ত্র করছে।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে ভারত এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস চালু হয়েছে, যা দিল্লি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সবকিছুই ভারত থেকে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ড. ইউনুস সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টি আর কখনও এ দেশে রাজনীতি করতে পারবে না, এমনকি তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও পাবে না।
নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, যা স্বাভাবিক। তবে নির্বাচন যেকোনো পদ্ধতিতে হোক না কেন, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে রাশেদ খাঁন বারোয়ারী পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু মনে করি না। তারা আমাদের ভাই। আমরা সবাই বাংলাদেশি। এই দেশ সবার, উৎসবও সবার।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ।