মা ইলিশ রক্ষায় দেশজুড়ে মাছ শিকারে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরা বন্ধ থাকায় নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে পটুয়াখালীর জেলেরা।
শনিবার (৪ অক্টোবর) জেলার দুমকি উপজেলায় এমন দেখা যায়।
উপজেলার পায়রা নদীর পাড়ে সরেজমিনে দেখা যায়, জেলেরা তাদের মাছ ধরার নৌকা নদীর পাড়ে উঠিয়ে মেরামতের কাজ করছে। কেউ নৌকায় দিচ্ছেন রং আবার কেউ করছেন নৌকার ফাটল মেরামতের কাজ।
জানতে চাইলে জেলে রামেশ্বর চন্দ্র দাস ও মানিক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা কেউ মাছ ধরবো না। এই ২২ দিন আমাদের কোনো কাজ না থাকায় নৌকা মেরামতের কাজ করছি।
জেলে গবিন্দ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন মাছ ধরা নিষেধ করায় আমরা মাছ ধরা বন্ধ করে দিছি। এই অবরোধে আমাদের ২০ কেজি করে চাল দেয় সরকার। তাই আমরা ২২ দিন মাছ ধরবো না। নিষেধাজ্ঞা শেষে তাড়াতাড়ি যেন মাছ ধরতে যেতে পারি, সেইজন্য নৌকা মেরামত করে রাখছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, অনেক জেলেই নদীর পাড়ে নৌকা উঠিয়ে মেরামতের কাজ করছে। এটা জেলেদের অনেক ভালো উদ্যোগ। যেসব জেলেদের নৌকা এখনো নদীতে আছে, তাদেরকেও আমরা নদীর পাড়ে নৌকা উঠাতে বলেছি। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।