ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

পিকআপের ধাক্কায় ব্যক্তির পা বিচ্ছিন্ন পায়রা সেতুতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

পটুয়াখালীর পায়রা সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় মনির হোসেন নামে এক ব্যক্তির শরীর থেকে পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

আহত মনির হোসেন (৫৮) বাউফল উপজেলার নওমালা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার রাতে মনির হোসেন তার মোটরসাইকেল সেতুর পাশে রেখে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে মনির হোসেনের ওপর পড়ে। এতে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পিকআপের ধাক্কায় ব্যক্তির পা বিচ্ছিন্ন পায়রা সেতুতে

প্রকাশিত : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর পায়রা সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় মনির হোসেন নামে এক ব্যক্তির শরীর থেকে পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

আহত মনির হোসেন (৫৮) বাউফল উপজেলার নওমালা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার রাতে মনির হোসেন তার মোটরসাইকেল সেতুর পাশে রেখে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে মনির হোসেনের ওপর পড়ে। এতে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।