রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
শনিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি কর্তৃক আয়োজিত ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বদিউল আলম মজুমদার বলেন, নারীদের রাজনৈতিক অধিকার দিতে জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হওয়ায় নারীরা পরাজিত হয়নি, পরাজিত হয়েছি আমরা। জয়ী হয়েছে পুরুষতন্ত্র।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে পাঁচ দিন ধরে দফায় দফায় নারী অধিকার বিষয়ে আলোচনা করেও নারীর অধিকারগুলো আনতে পারিনি। নারীর ন্যায্য অনেক বিষয় উপেক্ষিত হয়েছে। এটা ইচ্ছাকৃত নয়, তবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পাঁচ বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৪১৪ জন কন্যাশিশু। ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৪৯৪ জন কন্যাশিশু। হত্যার শিকার হয়েছেন ৬৭৯ জন কন্যাশিশু। অপহরণ ও পাচারের শিকার হয়েছেন ৪৩৩ জন কন্যাশিশু।

ডেস্ক রিপোর্ট 























