কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। ০৬.১০.২৫ইং তারিখ রোজ সোমবার দুপুর ২ টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে সন্তান রয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে ব্যাপক ভিড় জমেছে নবজাতকদের একনজর দেখতে।

লামিয়া আক্তারের জন্মস্থান বাউফলের চাদকাঠী হলেও তার শ্বশুর বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি । লামিয়ার স্বামীর নাম মোঃ সোহেল । তিনি বাহেরচর বাজারের একজন মুদি দোকান ব্যবসায়ী ।
লামিয়া আক্তারের স্বামী মোঃ সোহেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “বর্তমানে আমার সন্তানরা সুস্থ আছে। চিকিৎসকের পরামর্শে সন্তানদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার স্ত্রীকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্ত্রী এবং সন্তানরা সুস্থ থাকলে আগামী দুই একদিনের মধ্যে আমি বাড়ি ফিরব”। স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন। । চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।