ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন—নাচোল উপজেলার মৃত নওশাদের ছেলে মিলন (৬০) ও আলম (৪৫)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মারা যান তার ছোট ভাই আলম। নিহত দুজনই বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের সমর্থকরা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৪ জন আহত হন। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলমের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে জমকালো আয়োজনে নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জে

প্রকাশিত : ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন—নাচোল উপজেলার মৃত নওশাদের ছেলে মিলন (৬০) ও আলম (৪৫)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মারা যান তার ছোট ভাই আলম। নিহত দুজনই বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের সমর্থকরা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৪ জন আহত হন। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলমের মৃত্যু হয়।