কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসন কিশোরগঞ্জ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম ধানের শীষ, দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী- রিকশা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ এনামুল হক- কাস্তে, বাসদ প্রার্থী মোঃ মাসুদ মিয়া- মই, বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ আলাল মিয়া- কাঁচি, খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী- দেয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম- আম, একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুকে- মোরগ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এড. মোহাম্মদ জালাল উদ্দিন- ধানের শীষ, জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল- দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদ প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম- ট্রাক, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ আবুল বাশার রেজওয়ান- হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বি এন এফ) প্রার্থী- টেলিভিশন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া- লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন- ময়ূর, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদকে- মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুক- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী. কর্নেল (অবঃ) ডাঃ জেহাদ খান- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসাইন- হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিক- লাঙ্গল, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া- কবুতর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম- আম, একমাত্র স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর- ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন
প্রতীক বরাদ্দের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ ফজলুর রহমান- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী এড. মোঃ রোকন রেজা শেখ- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার- হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী জয়নাল আবেদীন- আম, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম- আপেল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর- রিকশা, স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ শাহিন রেজা চৌধুরী- ঘোড়া, স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমাকে- ফুটবল প্রতীক দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এসসানুল হুদা- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ রমজান আলী- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ দেলাওয়ার হোসাইন- হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহবুবুল আলম- লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ সাজ্জাদ হোসেন- হারিকেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মোঃ অলিউল্লাহ- মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল- হাঁস, স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম হাসনাত কাইয়ুম হরিণ প্রতীক পেয়েছেন।
কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মোঃ শরিফুল আলম- ধানের শীষ, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ মুসা খান- হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন- রিকশা, জাতীয় পার্টির মোঃ আইয়ুব হোসেন- লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ডাঃ মোঃ হাবিল মিয়া- কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোঃ নজরুল ইসলাম- আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ রুবেল হোসেন- মোমবাতি, গণ ফোরামের শাফিউদ্দিন আহমেদ- উদীয়মান সূর্য ও ইনসানিয়াত বিপ্লবের নাঈমুল হাসান- আপেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ডেস্ক রিপোর্ট 






















